শিক্ষা মন্ত্রণালয় কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি দিতে ২য় দফায় গঠিত কমিটির মেয়াদ ১৫ দিনের জায়গায় ৩ মাস বাড়িয়েছে। ৯ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ৯ জানুয়ারির মধ্যে ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’-এর চূড়ান্ত খসড়া জমা দিতে বলা হয়েছে। রবিবার শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ২০১২ সালের মার্চ মাসে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিশনের সুপারিশের আলোকে ‘বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার জন্য ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’-এর খসড়া প্রস্তুত করা হয়। এরপর গত ২৭ সেপ্টেম্বর ওই খসড়াটি বর্তমান সময়ের আলোকে ‘অধিকতর উপযোগী ও পর্যালোচনা’ করে প্রয়োজনীয় সুপারিশ দিতে ২য় দফায় আরও একটি ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
নতুন ওই কমিটিকে ওইদিন থেকে ১৫ দিনের মধ্যে চূড়ান্ত খসড়া জমা দেওয়ার জন্য বলা হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তিন মাস সময় বৃদ্ধি করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সময়ের আলোকে অধিকতর উপযোগীকরণের লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সুপারিশ দিতে কমিটিকে আগামী ৯ জানুয়ারি-২০১৭ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কমিটিতে শোলাকিয়ার খতিব ও ইকরা বাংলাদেশ-এর পরিচালক মাওলানা ফরীদউদ্দীন মাসঊদকে আহ্বায়ক ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিনকে সদস্যসচিব করা হয়েছে।