ভেজাল দুধ আমদানী করার কারণে মালিককে তিন মাসের কারাদন্ড ও দেড় লাখ জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝির ঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে ভেজাল সিল মোহর সহ ৪ হাজার ৪০০ বস্তা গুঁড়ে দুধ জব্দ করা হয়েছে।
শনিবার(৮ অক্টোবর) জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও বিএসটিআই এর সহকারী পরচিালক মোস্তাক আহমদে ও নগর গোয়েন্দা পুলিশের এর সাব ইন্সপক্টের আফতাব হোসেনের নেতৃত্বে মোবাইল র্কোট পরিচালনা এসব ভেজাল গুঁড়ো দুধ জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম সিটিজি নিউজ ডটকমকে জানান,সদরঘাট থানার ৩২, মাঝির ঘাট রোডের সিবু মিয়ার বিল্ডিং এর নীচ তলায় মেসার্স নাসির ব্রাদার্স ও হাজী আলা মিঞা চেম্বার ২য় তলার ভাড়া করা গুদামে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মো. নাজিম উদ্দিনকে (৩৭) আটক করা হয়।
নাজিম উদ্দিন নুর ডেইরী এন্ড ফুড প্রসেসিং মালিক । ৪ হাজার ৪০০ বস্তা মেয়াদোর্ত্তীন ভেজাল গুড়ো আমদানী করে প্রতি বস্তায় ২৫ কেজি ওজন। প্রতিটি বস্তায় গায়ে ইংরেজিতে মিল্কি কাউ,স্কিমিড, মিল্প পাউডার ২৫ কেজি লেখা।
দুধগুলো ভেজালের সত্যতা পাওয়ায় ভ্রামমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক আসামীকে দোষী সাব্যস্থ করে তিন মাসের কারাদন্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।