বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দেওয়া ঘোষণার বিপক্ষে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম উল হক। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেছেন, পাকিস্তানের সাথে আর কোন ক্রিকেট নয়।’ বিসিসিআই সভাপতির এই মন্তব্যকে হতাশাজনক বলেছেন ইনজামাম।
ইনজামাম মনে করেন এবং বিশ্বাস করেন, তার দেশ আবারও ভারতকে পিছনে ফেলে টেস্টের এক নম্বরে উঠে আসবে। তিনি বলেন, ‘২০০৭ সাল থেকে ভারত পাকিস্তানের বিপক্ষে ভারত টেস্ট ম্যাচ খেলে না। আমি যখন অধিনায়ক ছিলাম, দুই দেশ্র মাঠেই খেলেছি। আমি জানি দুই দেশে ক্রিকেট কতোটা জনপ্রিয়। এবং দুই দেশের ক্রিকেট বিশ্বে কতোটা জনপ্রিয়। পাকিস্তানের এখনও সামর্থ্য আছে যে কোন দল এমনকি ভারতকেও হারানোর।’
তিনি আরো বলেন, ‘আমরা যেভাবে খেলছি তাতে আমরা আবার এক নম্বরে আসবোই। কিন্তু আমাদের বিপক্ষে ভারতের না করে দেওয়া হতাশাজনক। ক্রিকেটকে সব কিছুর বাইরে রাখা উচিৎ।’