বাজে শটে আউট হলেন ইনফর্ম ব্যাটসম্যান সাকিব আল হাসানও। ব্যক্তিগত ৩ রানে বেন স্টোকসের নির্বিষ লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে কট আউট হলেন প্রথম ম্যাচের হাফসেঞ্চুরিয়ান সাকিব। এর আগে ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক হাঁকালেন মাহমুদুল্লাহ রিয়াদ। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ৫১ বলে অর্ধশতক পূর্ণ করেন ডান হাতি এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। এতে মাহমুদুল্লাহ হাঁকান ৪টি চার। এতে ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ১০৬/৪-এ।
জুটিতে কাঁটায় কাঁটায় ৫০ রান নিয়ে ধৈর্যচ্যুত হন মুশফিকুর রহীম। ব্যক্তিগত ২১ রানে জেক বলকে পুল শট খেলতে গিয়ে মিড উইকেট অঞ্চলে মঈন আলীর হাতে ক্যাচ দিলেন বাংলাদেশের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এতে ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮৯/৪-এ। দলীয় ৩৯ রানে তিন উইকেট পতনের পর মাহমুদুল্লাহর সঙ্গে ৫০ রানের জুটি গড়েন মুশফিক।   জেক বলের দ্বিতীয় বলে উইকেট খোয়ালেন সাব্বির রহমান। ব্যক্তিগত ৩ রানে ব্যাটের নিচের কানায় বল লেগে স্টাম্প উপড়ে যেতে দেখেন সাব্বির। ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৯/৩।  এর আগে  শর্ট বলে পুল খেলতে গিয়ে উইকেট বিসর্জন  দেন তামিম ইকবালও। ক্রিস ওকসের ডেলিভারিতে মঈন আলীর হাতে ক্যাচ দিলেন দেশসেরা এ ওপেনার।  দ্বিতীয় ওয়ানডেতে অল্পতেই উইকেট দেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস। ব্যক্তিগত ১১ রানে ইংলিশ পেসার ক্রিস ওকসের শর্ট ডেলিভারিতে পুল খেলতে গিয়ে ডেভিড উইলির হাতে ক্যাচ দেন এ বাংলাদেশী ওপেনার। এতে ৬.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫/১-এ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং বেছে নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। মিরপুর শেরেবাংলা মাঠে এ ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। এতে দল থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল ইংল্যান্ড। আর ওই ম্যাচে ৩০৯ রানে পুজি নিয়ে ২১ রানে জয় দেখে তারা।
দ্বিতীয় ওয়ানডেতে দুদলের একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
ইংল্যান্ড: জেসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইল, আদিল রশিদ ও জেক বল।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031