হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া রেল স্টেশনের অদূরে আউটার সিগন্যালে ইঞ্জিনে আগুন সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেন দুর্ঘটনায় পতিত হয়ে ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়ে সিলেট ঢাকা রেল সেকশনে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ১০ ঘণ্টা পরে রাত সাড়ে ৮টায় যোগাযোগ পুনরায় চালু হয়। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। সূত্র জানায়, ইঞ্জিনে আগুন ধরে যায়। একটি বগিতে আগুন লাগে। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। সকাল ৯টা ৫৬ মিনিটে এ ঘটনা ঘটে।
ট্রেনচালক আবুল কালাম জানান, নয়াপড়া রেল স্টেশনে দাঁড়ানোর জন্য লোব লাইন দিয়ে ঢুকতে ছিলাম। হঠাৎ করে বিকট শব্দে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। কোনো রকমে ট্রেন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে লাইনে কোনো ক্রটি ছিল। যে কারণে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের এটেনড্যান্স মাহফুজুল ইসলাম জানান, হঠাৎ বিকট শব্দ পেয়ে বগির দরজা খুলে দেখতে পাই ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনে আগুন ধরে গেছে। ফায়ার বক্স দিয়ে বগির আগুন নেভাতে চেষ্টা করি।
ট্রেনের যাত্রী বাপ্পি জানান, ট্রেনটি ঢাকা থেকে ছাড়ার পর থেকেই ডান দিক দিয়ে হেলে ছিল। নয়াপাড়া রেল স্টেশনের আসার আগে ট্রেনটি ব্রেক ধরছিল না। ডানদিকে হেলে পড়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে আগুন ধরে যায়। তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হয়।
স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, আউটার সিগনালে রেল দুর্ঘটনায় ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কবলে পড়ে এবং তাড়াহুড়া করে নামতে গিয়ে ৩০-৩৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মাধবপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ট্রেন দুর্ঘটনার কারণে জয়ন্তিকা, পাহাড়িকাসহ বিভিন্ন লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |