এক ব্যক্তি নিহত হয়েছেচট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালুরঘাট সেতুতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা আবু সাঈদ জানান, জালালীহাট (কালুরঘাট) এলাকায় একটি দুর্ঘটনার খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু পাইনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগর থেকে ছেড়ে আসা দোহাজারীগামী ট্রেন সেতু পার হওয়া সময় এক ব্যক্তি কাটা পড়েন। নিহতের পরনে প্যান্ট ও গায়ে কালো গেঞ্জি রয়েছে।
ট্রেনে কাটা পড়ে লাশটি বিকৃত হয়ে গেছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর হবে ধারণা করছে এলাকাবাসী।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।