চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকার শঙ্খ নদীতে স্কুল ছাত্রীদের বহনকারী একটি নৌকাডুবিতে দুই ছাত্রীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।নিখোঁজ দুই ছাত্রী হলেন-৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়া(১২)।অপরজন হলেন ৭ম শ্রেণী পড়ুয়া হানিফা আকতার।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ সিটিজি নিউজ ডটকমকে জানান,বৃহস্পতিবার ১৯ জন ছাত্রী নিয়ে আনোয়ারা থেকে বাঁশখালীর দিকে রওনা দেয় নৌকাটি।আনোয়ারা থানার শঙ্খ নদীর জুইদন্ডী এলাকায় নৌকাটি ডুবে যায়।এ পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি,ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন চেষ্টা চালাচ্ছে বলে জানান দুলাল মাহমুদ।