বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে । মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যদি বৃষ্টি হয় তাহলে তা ম্যাচের ফলাফল নির্ধারণের ক্ষেত্রে প্রভাব ফেলবে। এমনিতেই গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা। উইকেটে ব্যাটসম্যানদের রান করতে ঘাম ঝরাতে হবে।
এই সিরিজটি বহুল প্রতীক্ষিত একটি সিরিজ। কারণ, গত জুলাইয়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এই সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো। ইংল্যান্ড দল এই সিরিজ খেলতে আসলেও তাদের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যান ও ওপেনার আলেক্স আসেননি।