টেকনাফের সাবরাং-এ অভিযান চালিয়ে দেড় লাখ পসি ইয়াবাবড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোর সাবরাং এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট র্কনেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে টেকনাফ সাবরাং ইউনিয়নের মঘ পাড়া এলাকায় দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান করে। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তার ভেতরে দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়, যার দাম ৪ কোটি ৫০ লাখ টাকা।
ইয়াবাগুলো ব্যাটালয়িন সদরদফতরে জমা রাখা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।