বাংলাদেশের ছবি ‘মাটির প্রজার দেশে’ যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এবার শিকাগো সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সপ্তম আসরে প্রতিযোগিতা বিভাগে লড়তে যাচ্ছে ইমতিয়াজ আহমেদ বিজন পরিচালিত ।
এবারের উত্সবে প্রতিযোগিতা বিভাগে লড়বে মোট ১৫টি ছবি। এরমধ্যে ‘মাটির প্রজার দেশে’ ছাড়াও উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘মাসান’, ‘আলীগড়’, ‘আইল্যান্ড সিটি’, ‘দি টাইগার হান্টার’, ‘কাশ’, ‘ওয়েটিং’, ‘বুদ্ধিয়া সিং:বর্ন টু রান’ ইত্যাদি।
আগামী ৯ অক্টোবর উত্সবে প্রদর্শিত হবে ‘মাটির প্রজার দেশে’। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, মাহমুদুর অনিন্দ্য, শিউলি আক্তার, মনির আহমেদ শাকিল, চিন্ময়ী গুপ্তা প্রমুখ।