বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি দলের প্রশ্রয়েই ছাত্রলীগ দেশজুড়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন । আজ বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে দেখার পর বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারি দলেরই প্রশ্রয়েই এসব সন্ত্রাসী ঘটনা ঘটছে। ছাত্রলীগের লাগাতার সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজী ও খুনের ঘটনায় দেশের শিক্ষাঙ্গনসহ গোটা দেশটাই এখন মৃত্যুপুরী।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুত্বর জখম করে। গুরুতর অবস্থায় তাকে এখন রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

আজ বুধবার দুপুরে হাসপাতালে খাদিজাকে দেখার পর অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা ভয়াবহ মানবতাবিরোধী ঘটনা ঘটেছে, সিলেটের মেয়ে খাদিজা মহিলা কলেজের ছাত্রী, সে পরীক্ষা দিতে এসেছিলো এমসি কলেজে। সেখানে তাকে নির্মমভাবে, অমানবিকভাবে, নরপিচাশের মতো ছাত্রলীগের একজন নেতা তাকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে, জখম করেছে। সে সম্পূর্ণ অচেতন অবস্থায় আছে।

তিনি বলেন, এই ঘটনা থেকে আবারো প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে এবং তারা কীভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিশীল অবস্থার জন্য সরকারি দলকে দায়ী করে তিনি বলেন, সিলেটের খাদিজার ঘটনা শুধু নয়, ইতোমধ্যে দেশে আরো বহু ঘটনা ঘটেছে। এগুলোতে এটাই প্রমাণিত হয় যে, বর্তমান আই্নশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং সেটা দূঃখজনকভাবে সরকারি দলের প্রশ্রয়েই এই ঘটনাগুলো ঘটছে।

অস্ত্রোপচারের পর স্কয়ার হাসপাতালের ডেপুটি মেডিক্যাল ডিরেক্টর ডা. মির্জা নিজামউদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। মাথার খুলি ভেদ করে ব্রেইনে ইনজুরি হয়েছে।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল দলের পক্ষে বলেন, ক্ষমতার দাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বর্তমানে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। ছাত্রলীগের লাগাতার সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজী ও খুনের ঘটনায় দেশের শিক্ষাঙ্গনসহ গোটা দেশটাই এখন মৃত্যুপুরী। বর্তমান ক্ষমতাসীনদের আমলে সিলেটে ছাত্রলীগ নেতা কর্তৃক কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের অব্যাহত নৈরাজ্যের একটি খণ্ড চিত্র মাত্র।
তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় পেশীশক্তির জোরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছাত্র-ছাত্রীরা সশস্ত্র ছাত্রলীগ কর্তৃক নির্যাতন নিপীড়ণ, খুন, ধর্ষণ ও সম্ভ্রমহানীর শিকার হচ্ছে। সিলেটে কলেজ ছাত্রীকে নার্গিসকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

খাদিজার ওপর আক্রমনকারীর শাস্তি দাবি করে তিনি বলেন, আমি আমার দলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ করেছিলো, এর তদন্ত করে এই আক্রমকারীকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
খাদিজা আক্তার নার্গিসের আশু সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031