পুলিশ চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
মঙ্গলবার(৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পতেঙ্গার সী-বীচ এলাকার হোটেল রয়েল বীচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নুর হোসেন (৫৬) ও আব্দুল হাকিম (৩০)। দুইজনের বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। এর মধ্যে আব্দুল হাকিমের নামে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আলমগীর এর নেতৃত্বে উপ-পরিদর্শক(এসআই) মো. মনিরুল ইসলামের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ‘পতেঙ্গা থেকে দুই মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান বিক্রি করার জন্য পতেঙ্গার হোটেল রয়েল বীচে এসেছেন এ ধরণের একটি সংবাদ পেয়ে ওসির নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করি। এসময় ৩ হাজার পিস ইয়াবাসহ নুর হোসেন ও আব্দুল হাকিম নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করি। তাদের দুইজনের বাড়ি কক্সবাজারের টেকনাফে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।’
আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।