ভ্রাম্যমাণ আদালত বোয়ালখালীতে শ্লীলতাহানির দায়ে তিন কিশোরকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন।

কারাদন্ড প্রাপ্তরা হলেন-নোয়াখালীর সেনবাগ উপজেলার জোড়তলা হাকিম আলী হাজি বাড়ির ছালে আহমদের ছেলে মো. রবিউল হোসেন রণি (১৮), খাগড়াছড়ি জেলার দীঘিনালা অনাথাশ্রম এলাকার স্বপন বড়–য়া বাড়ির দুলাল চন্দ্র নাথের ছেলে শ্যামল চন্দ্র নাথ (১৯) ও বোয়ালখালী উপজেলার উত্তর কড়লডেঙ্গার ষষ্ঠী মহাজন বাড়ির কানু চৌধুরীর ছেলে রানা চৌধুরী (১৮)। তারা তিনজনই নগরীর বাহির সিগনাল এলাকার পূর্ব পাড়ায় ভাড়াবাসায় থাকেন।

আদালত সূত্রে জানা গেছে, ভোলা জেলার আঁখি বেগম(৩০) নগরীর বালুচরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি নগরীতে পোশাক শ্রমিকের কাজ করেন। বেশ কিছুদিন ধরে তার স্বামী বাসায় না ফেরায় ওই নারী বেশ কয়েকটি জায়গায় খোঁজ চালায়।

এর এক পর্যায়ে পরিচয় হয় দন্ডপ্রাপ্তদের সাথে। তারা ওই নারীর স্বামীকে খুঁজে দেবে বলে ৪ অক্টোবর বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের গুচ্চ গ্রামে নিয়ে যায়।

গভীর রাত পর্যন্ত আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টা চালায় দন্ডপ্রাপ্তরা। এসময় ওই নারী চিৎকারে এলাকাবাসী দন্ডপ্রাপ্তদের ঘেরাও করে পুলিশের হাতে সোর্পদ করেন।

পুলিশ বুধবার ভ্রাম্যমাণ আদালতে সাক্ষী প্রমাণসহ বিষয়টি উপস্থাপন করলে আদালত ৫০৯ দন্ড বিধি অনুযায়ী এ দন্ডাদেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার বলেন, ভিকটিমের সুনির্দিষ্ট অভিযোগ, স্বাক্ষী প্রমাণ বিম্লেষণ করে আদালত এ দন্ড প্রদান করে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031