মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়েছে । সাম্প্রতিক পুরস্কার প্রাপ্তির কারণে তাদেরকে এ অভিনন্দন জানানো হয়। গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে দুটি প্রস্তাব গৃহীত হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। তার সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬-তে ভূষিত হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি শেখ হাসিনাকে জাতিসংঘ সদর দপ্তরের ইউএন প্লাজায় প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পুরস্কারটি দেয়া হয় ইউএন উইমেনের পক্ষ থেকে। আর ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ দেয় গ্লোবাল পার্টনারশিপ ফোরাম।