মো. ইমামুল হক রাসেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ।রাসেল বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।
সোমবার সকাল আটটার দিকে চবি ক্যাম্পাস থেকে নোয়াখালীর গ্রামের বাড়ি যাওয়ার পথে ফেনীতে রাসেলের মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।