গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী রাতে না করে দিনের আলোতে বৈঠক করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন । আন্দোলনে ব্যর্থতার কারণে হতাশ না হতেও বিএনপি নেত্রীকে পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

বিএনপি নেত্রী দলের বেশিরভাগ বৈঠকই সন্ধার পর করেন। কখনও কখনও এসব বৈঠক গভীর রাতেও গিয়ে ঠেকে। এমনকি জাফরুল্লাহ চৌধুরীও সম্প্রতি বিএনপিপন্থি অন্যান্য বুদ্ধিজীবীকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে এসেছেন রাতে। গভীর রাতে হওয়ার কারণে এসব বৈঠক গণমাধ্যমে তেমন গুরুত্ব পায় না বলে নানা সময় নাম প্রকাশ না করে অসন্তোষ জানিয়েছেন বিএনপির নেতারাও। বিএনপি নেত্রীর রাতে বৈঠক করা নিয়ে নানা সময় টিপ্পনী কেটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা।

খালেদা জিয়াকে জাফরুল্লাহ বলেন, ‘রাতে নয়, দিনের আলোতে মিটিং করা দরকার।’ এই কাজটা না করাতে খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়েছেন মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘৯০ এর আন্দোলনে তিনি সাহসী ভূমিকা রেখেছিলেন। কিন্তু বিগত আন্দোলনে সময় মত বেরিয়ে আসতে পারেননি। এ কারণেই আন্দোলন ব্যর্থ হয়েছে।’

বিএনপিপন্থিদের আলোচনায় ইদানীং প্রায়ই অংশ নেন এক সময়ের চীনপন্থি বাম নেতা জাফরুল্লাহ চৌধুরী্। বিভিন্ন আলোচনায় খালেদা জিয়াকে নানা পরামর্শ দিয়ে আসছেন। অন্তত দুটি খোলাচিঠি লিখেও বিএনপির নীতি পরিবর্তনসহ নানা দিক নির্দেশনার সুপারিশও করেছেন তিনি। তবে এসব পরামর্শের খুব একটা গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং পরের বছর সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার কারণে হতাশ না হতে খালেদা জিয়াকে অনুরোধ করে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘হাল ছেড়ে দিলে চলবে না। দেশে বিরাট শক্তি আপনার দিকে চেয়ে বসে আছে। সামনে উজ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। আন্দোলন চালিয়ে যেতে হবে।’

আন্দোলন চালিয়ে যেতে বলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ক্ষমতায় যেতে না পারলেও শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবে বিএনপি। তখন আর সরকার নেতা-কর্মীদেরকে অন্যায়ভাবে আর নির্যাতনের শিকার হতে হবে না।’

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে প্রথম জনসভা রামপালেই করতে খালেদা জিয়াকে পরামর্শ দেন জাফরুল্লাহ চৌধুরী।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031