এ বছর নোবেল পুরস্কার লাভ করেছেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওশুমি চিকিৎসায়। কোষের উপাদানের পচন ও পুনর্ব্যবহারের প্রক্রিয়া উদ্ভাবনের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার প্রদান কমিটি আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, কোষ তার বিভিন্ন উপাদান কীভাবে পুনর্ব্যবহারের জন্য প্রস্তুত করে সে সম্পর্কে আমাদের জানাবুঝায় নতুন এক নমুনার পথে চালিত করবে ওশুমির এই উদ্ভাবন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রতিবছর নোবেল পুরস্কার ঘোষণার সময় প্রথমেই ঘোষণা করা চিকিৎসা (মেডিসিন) বা শারীরিবিদ্যা (ফিজিওলজি) বিভাগের নোবেলজয়ীর নাম। এ বছরে এই বিভাগে পুরস্কার পেলেন জাপানি বিজ্ঞানী ওশুমি। তার গবেষণা সম্পর্কে নোবেল কমিটি বলেছে, ‘তার উদ্ভাবন আমাদের সামনে শারীরিবৃত্তীয় অনেক প্রক্রিয়াকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছে। ক্ষুধা বা সংক্রমনের ক্ষেত্রে কীভাবে কোষ অভিযোজন করে থাকে, সেটা জানার পথও এতে সুগম হয়েছে।’ কোষের উপাদানের পচন ও পুনর্ব্যবহার সংক্রান্ত বিষয়টিকে বলা হয়ে থাকে অটোফ্যাগি। জাপানের জীববিজ্ঞানী ইয়োশিনোরি ওশুমি জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালের ৯ই ফেব্রুয়ারি। টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারে কর্মরত রয়েছেন তিনি। তিনি একজন অটোফ্যাগি বিশেষজ্ঞ। নোবেল জয়ের ফলে তিনি ৮০ লাখ সুইডিশ ক্রাউন বা ৯ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার পাবেন। এ নিয়ে ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকে চিকিৎসা বা শারীরিবিদ্যা বিভাগে এখন পর্যন্ত ১০৭ বার নোবেল পুরস্কার দেয়া হয়েছে। সর্বশেষ গত বছর এ বিভাগে তিন জন যৌথভাবে পুরস্কার পেয়েছিলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |