জেলা প্রশাসক সামসুল আরেফিনপৃথিবীর অন্যান্য যে কোন দেশের তুলনায় বাংলাদেশে উৎপাদনশীলতার গতি ও স্তর অতি নিম্ন পর্যায়ে কাজে সুষ্ঠু শিল্পায়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে জানিয়েছেন।

রোববার( ২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ‘জাতীয় উৎপাদনশীলতা দিবসের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো. সামসুল আরেফিন বলেছেন, বর্তমান সরকারের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ নিম্ন আয়ের থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।দেশে বর্তমানে প্রবৃদ্ধি হার সাত শতাংশ।
সরকারের উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০২১ সালের আগেই এ দেশ একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের আগেই এদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত রাষ্ট্র হিসেবে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

‘ বর্তমান বিশ্বে যে সকল দেশ শিল্প বিকাশের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে সে সব দেশ উৎপাদনশীলতা বৃদ্ধির অভিযানে তাদের বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে এ কর্মসূচিকে জাতীয় আন্দোলন হিসেবে গ্রহণ করেছে’। তাই সামগ্রিক উন্নয়নের স্বার্থে এদেশে সুষ্ঠু শিল্পায়ন নিশ্চিত করতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, পৃথিবীর অন্যান্য যে কোন দেশের তুলনায় বাংলাদেশে উৎপাদনশীলতার গতি ও স্তর অতি নিম্ন পর্যায়ে। আমাদের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ সমূহের মধ্যে এটি একটি অন্যতম প্রধান অন্তরায়। উৎপাদনশীলতা ও উৎপাদন এক কথা নয়।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, প্রত্যেকটি শিল্প কারাখানায় ও প্রতিষ্ঠানে শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধিসহ সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া শিল্পের সাথে জড়িত মালিক-শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে সুষ্ঠু শিল্পায়ন গড়ে তুলতে হবে। অন্যথায় উৎপাদনশীলতা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামরুন মালেক, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সৈয়দ মাহফুজুল হক শাহ, বিজিএমইএ’র পরিচালক মাহাবুব উদ্দিন জুয়েল, চিটাগাং চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আলী আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া, কাস্টমসের যুগ্ম কমিশনার মো. রইস উদ্দিন খান।

সেমিনারে ক্যাব, চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ এনজিও এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারের আগে জাতীয় উৎপাদশীলতা দিবস উপলক্ষে সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এম এ আজিজ স্টেডিয়াম গেইট ঘুরে পুনঃরায় সার্কিট হাউজে এসে শেষ হয়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031