টেম্পুর ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃতু হয়েছেচট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায়।
রোববার(২ অক্টোবর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেলে আনার পর তার মৃত্যু হয়।
নিহত হলেন ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার নজরুল ইসলামের ছেলে মো.তৌফিক(২০)। সে বেসরকারী টেলিফোন অফারেটর কোম্পানী রবি আজিয়াথা লিমিটেডে চাকরি করতো।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক(এএসআই) জাহাঙ্গীর আলম সিটিজি নিউজ ডটকমকে জানান,সাইকেল যোগে চট্টগ্রামের দিকে আসার সময় একটি টেম্পু ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়।
তিনি চিকিৎসকের বরাত দিয়ে জানান,হাসপাতালে আনার সময় চিকিৎসা দেওয়ার আগে তৌফিকের মৃত্যু হয়েছে।