রোববার(২ অক্টোবর) দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত নগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ও সাধারণ সম্পাদক বর্তমান সিটি কর্পোরেশন মেযর আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজে মিছিল করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল হুদা সিটিজি নিউজ ডটকমকে জানান,ক্লাস শেষে দুপুর দেড়টার দিকে সাবেক এবিএম মহিউদ্দিনের অনুসারী ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগের মধ্যে মিছিল করা নিয়ে কথা কাটা-কাটি নিয়ে পরে লাটিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি নুরুল হুদা।
কোতোয়ালী জোনের সহকারী পুলিশ(এসি) কাজী আব্দুর রহিম সিটিজি নিউজ ডটকমকে জানান,দুই পক্ষের মারামারিতে কয়েকজন সামান্য আহত হয়েছে ।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।