আদালত গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতারকৃত শিল্পপতি শাহরিয়ার খানের ছেলে কানাডার টরেন্টো ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে জামিন দিয়েছেন ।
আজ রোববর দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কর তাজুল ইসলামের আদালতে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। এর পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম শাখার পরিদর্শক হুমায়ুন কবির ৫৪ ধারার অভিযোগ থেকে আসামি তাহমিদ হাসিব খানকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। আদালত এই আবেদন আমলে নিয়ে আসামি তাহমিদকে জামিন প্রদান করেন।
আদালতে তাহমিদের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট হামিদুর রহমান। ডিএমপি’র প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. আনিসুর রহমান ইত্তেফাকের কাছে তথ্য নিশ্চিত করেছেন।
গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায়নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডা প্রবাসী তাহমিদ হাসিব খানকে আটক করে। ৩ আগস্ট তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় পুলিশ গ্রেফতার দেখায়।