মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে বলিউডের হার্টথ্রব নায়ক সালমান খান অভিনীত ছবি বন্ধ করে দেয়ার হুমকি দিলেন। সম্প্রতি সালমান খান পাকিস্তানি অভিনেতা, অভিনেত্রীদের সমর্থনে বক্তব্য রাখেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তানি অভিনেতা, অভিনেত্রীরা আর্টিস্ট। তারা সন্ত্রাসী নন। সরকারই তাদেরকে (ভারতে অবস্থানের) অনুমতি ও ভিসা দিয়েছিল। এ কথায় সালমান খানের কড়া সমালোচনা করলেন রাজ থাকরে। তিনি বলেছেন, আমাদের দেশে কি তারকার অভাব আছে? আমাদের ছবিতে কেন পাকিস্তানি তারকার প্রয়োজন হবে? আমি তো এটা বুঝতে পারি না। আমাদের জন্য জওয়ানরা সীমান্তে লড়াই করছেন। তারা যদি হাত থেকে অস্ত্র রেখে দেয়ার সিদ্ধান্ত নেন তাহলে কি ঘটবে? কে সীমান্ত প্রহরা দেবে? সালমান খান?
সালমান খানকে আক্রমণ করে রাজ ঠাকরে আরও বলেন, এসব শিল্পীর বোঝা উচিত দেশ আগে। তাদের যদি এত সমস্যা থাকে তাহলে আমরা তাদের ছবিও বন্ধ করে দেবো।
উল্লেখ্য, পাকিস্তানি আর্টিস্টদের প্রথম ভারত ছেড়ে যেতে বলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এরপরে ভারতীয় ছবিতে পাকিস্তানি তারকাকের কাজ করা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসারস এসোসিয়েশন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |