চলচ্চিত্রের উঠতি দুই নায়িকা অরিন ও অঞ্জলী সাথী ইতিমধ্যে কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন ঢাকায় । ঢালিউডের সম্ভাবনাময় এই দুই হিরোইন বাস্তব জীবনে খুব ভাল বন্ধু। দুজনের কমিউনিকেশন ও বুঝাপড়া খুব ভাল।
এই দুই বান্ধবী সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন । ছবিটির নাম “প্রেমে অনেক জ্বালা”। আব্দুল মান্নান গাজীপুরীর পরিচালনায় বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে প্রিয়াঙ্কা শুটিং হাউজে “প্রেমে অনেক জ্বালা” ছবির শুটিং শুরু হয়েছে। দু’বান্ধবির একজন ছেলেকে ভালবাসার মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি।
ছবিটি তে “ছিন্নমুল” খ্যাত নায়িকা অরিনের বিপরীতে রয়েছেন কলকাতার নতুন নায়ক রাকিন সৈয়দ আরেফিন। রাকিন এর আগে কলকতার জনপ্রিয় সিরিয়াল ”রাশি” তে অভিনয় করেছেন। এছাড়াও প্রভাত রায় পরিচালিত ”ভোরের আলো” শিরোনামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মাহি কথাচিত্র প্রযোজিত ছবিটিতে অঞ্জলী সাথী বিপরীতে অভিনয় করবেন ঢালিউডের আরেক নবাগত নায়ক আশিক চৌধুরী।
এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা,নীল প্রমুখ। নির্মাতা জানান-আগামী ২০ তারিখ থেকে সিলেটে টানা ১৫ দিন ছবিটির শুটিং হবে।
উল্লেখ্য এর আগে অরিন-অঞ্জলী “ফিফটি ফিফটি লাভ” নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে এক সাথে। অরিন-শাহরিয়াজ ও অঞ্জলী-আশিক জুটির এই ছবিটির কাজ প্রায় শেষ। খুব শীঘ্রঈ মুক্তি পাবে।
বর্তমানে এই দুই বান্ধবী মজিবুল হক খোকনের পরিচালনায় ” মন থেকে দুরে নয়” দীর্ঘ ধারাবাহিকটিতে এক সাথে কাজ করছেন।