সৈয়দ আশরাফুল ইসলাম চীনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন। শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মিলনায়তনে চীনের ৬৭তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাম্যবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সৈয়দ আশরাফ আরও বলেন, অনেক আগে চীনের সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ ছিল। আবার সেটি চালু হলে শুধু বাংলাদেশ নয়, ভারতও সুবিধা পাবে। চীনের প্রেসিডেন্ট এই প্রথমবারের মতো বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসছেন জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, এটি ঐতিহাসিক সফর হবে। তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য সরকার প্রস্তুত। এই সফরে সড়ক ও রেল যোগাযোগের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |