পুলিশ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এককিলোমিটার মোহনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার(৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়।
আটক যুবক হলেন,টেকনাফ থানার কলেজ পাড়া এলাকার মৃত ইদ্রিসিরে ছেলে নুরুল আমিন(৪২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছেয়দ আবু মো.শাহজাহান কবির সিটিজি নিউজ ডটকমকে জানান,এককিলোমিটার মোহনা কমিউনিটি সেন্টারের সামণে ভোরকে একটি ট্রাক আসে ।সেই ট্রাক থেকে নুরুল আমিন নামে। ট্রাক চলে যাওয়ার পর সে বাসে ওঠার জন্য সেখানে অবস্থান করে।
তিনি আরো জানান,পুলিশ নুরুল আমিনের গতিরোধ দেখে শরীর তল্লাশী করে লুঙ্গির সাথে মোড়ানো ১০ হাজার ইয়াবা উদ্ধার করে।
ইয়াবা গুলি থানায় হস্থান্তর করে আসামীর নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি শাহজাহান কবির।