পুলিশ চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার ফোর স্টার হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় শিল্পী আক্তার (২৯) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে । শিল্পী দিনাজপুর সদরের নিমনগর এলাকার মনসুর আলীর মেয়ে।
বুধবার রাতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার শফিকুল ইসলাম নামে একজেনকে আটক করেছে।
চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, ওই কক্ষের ভেতরে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। শিল্পী দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় শফিকুলের সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে শিল্পী দিনাজপুর থেকে চট্টগ্রাম আসে তার সঙ্গে দেখা করতে। শিল্পীর থাকার জন্য হোটেলটি শফিকুল ঠিক করে দে।
শফিক পুলিশকে বলেছেন, সন্ধ্যায় শিল্পীর সঙ্গে দেখা করতে এলে কক্ষের দরজা বন্ধ পেয়ে হোটেল ম্যানেজারকে জানান তিনি। এরপর দরজা ভেঙে ঢুকে লাশ দেখে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।