টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সুমিত মিত্র (২০)।বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুমিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। গত ৫ দিন চমেক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন সুমিত।
মা-বাবার একমাত্র সন্তান সুমিতের বাড়ি সাতক্ষীরায়। তার বাবা সন্দ্বীপ মিত্র দেড় বছর আগে মারা গেছেন; মা প্যারালাইসিসে আক্রান্ত।
দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশা চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন স্থানীয়রা। বর্তমানে ওই চালক কারাগারে আছেন।