চাইনিজ তাইপে বাংলাদেশের তরুণদের কাছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে ৬-১ গোলে হেরে গেছে।
এর আগে গ্রুপপর্বে ভারতকে ৫-৩ ও ওমানকে ১০-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।
তাইপে তাদের প্রথম খেলায় পাকিস্তানের কাছে ৬-১ গোলে হেরে যাত্রা শুরু করে। পরের ম্যাচে হংকংকে ৯-০ গোলে হারিয়ে আর শেষ খেলায় চীনের সঙ্গে ২-২ গোলে ড্র করে পুল ‘বি-তে রানার্স-আপ হয়।
এই জয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে এর আগে বাংলাদেশ খেলেছেই একবার। ২০০১ সালে মালয়েশিয়ার ইপোতে সেবার অবস্থান ছিল পঞ্চম।
এদিন ১১ মিনিটে গোলের খাতা খোলে আশরাফুল। পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যে পেনাল্টি স্ট্রোক পেলেও গোল করতে পারেনি তাইপের পো চুয়ান। তার দুর্বল হিট আটকে দেন বাংলাদেশ গোলরক্ষক ইয়াসিন আরাফাত। এরপর প্রাধান্য ধরে রেখে ২৮ মিনিটে ২-০ হয় রাজুর স্টিকে।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকা তাইপে দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ায় তাইপে। ৪০ মিনিটে পেনাল্টি কর্নারে ২-১ করে তারা।
এরপর আশরাফুল, সজীব এবং রাব্বি গোল করে ম্যাচের ইতি টানেন।