বুধবার রাত দেড়টার দিকে সংস্থাটির পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে একটি দল মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।দুর্নীতির মামলায় কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) সফিক-উর-রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানে আরও ছিলেন দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম ও আহমেরুজ্জামান। সফিক-উর-রহমানকে রমনা থানায় নেয়া হয়েছে।

দুর্নীতির মাধ্যমে কোস্ট গার্ডের ১১ হাজার ১০০ মেট্রিকটন গম বিক্রি করে প্রায় সাড়ে সাত কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে সফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। পরে ওই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর-রহমান। রিটের নিষ্পত্তি হওয়ায় বিচারিক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031