আজ বুধবার সকাল ১০ টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এ সাহিত্যিকের লাশ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
এরপর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি কুড়িগ্রামে নেয়া হবে। সেখানে কুড়িগ্রাম কলেজের পাশেই সব্যসাচী এ লেখককে দাফন করা হবে।