জার্মানিতে রূপকথার পাতা থেকে ওঠে একঝাঁক জলপরীর (মারমেড) দেখা মিললো ।

সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো মারমেড কম্পিটিশন । জলপরীর পোশাকে মাছের মতোই সাঁতার কেটে জিততে হয় এই প্রতিযোগিতা৷ ৮ থেকে ৪৮ বছর বয়সীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় ৷

ছোটদের ৫০মিটার এবং বড়দের জন্য ১০০মিটারের এই সাঁতার প্রতিযোগিতায়, প্রত্যেককে পরতে হয় মাছের লেজের মতো একটি পোশাক৷

পৃথিবীতে এই প্রথম এমন একটি প্রতিযোগিতা শুরু হল জার্মানিতে৷ যেখানে জার্মানির বিভিন্ন স্টেটই একে অপরের প্রতিদ্বন্দী৷ ছোটদের বিভাগ থেকে নয় বছর বয়সী লোট্টা মুলার, এবং বড়দের বিভাগ থেকে আলেক্জান্দার সেংপিয়েল ছিনিয়ে নেয় উইনারের ট্রফি৷

এই প্রথম এরকম একটি প্রতিযোগিতা সরকারী স্বীকৃতি পেল৷ অভিনব এরকম একটি প্রতিযোগিতার কথা শুনে উচ্ছ্বসিত অনেকেই৷ জলপরীদের দেখতে ভিড় জমে গিয়েছিল সুইমিং পুলের চারপাশে৷

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031