প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে । আজ মঙ্গলবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সৈয়দ হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফুসফুসে জটিলতার জন্য তিনি চিকিৎসা করাতে যুক্তরাজ্যে গেলে ক্যান্সার ধরা পড়ে। লন্ডনের রয়্যাল মার্সডেনে চিকিৎসা নেন। পরে চিকিৎসকরা তার আশা ছেড়ে দেন। সৈয়দ হক দেশে ফিরে আসেন ১ সেপ্টেম্বর। পরে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। গত ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামসুল হককে হাসপাতালে দেখে এসে তার চিকিৎসার ব্যয়ভার নেওয়ার ঘোষণা দেন।