নগর গোয়েন্দা পুলিশ নগরীর হালিশহর থানাধীন ছোটপুল কাঁচাবাজার সংলগ্ন এলাকা থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা,১৭৫ বোতল ফেন্সিডিল ও নগদ ৪৩ হাজার টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ আব্দুল্লাহ (৩৫),মোঃ নুরুল আলম ওরফে বদি (৩০), মোঃজামাল (৪৫),মোঃ আলাউদ্দিন (২৫)।আবদুল্লাহর বাড়ি লক্ষীপুর জেলার সদর থানায়।বাকি তিনজনের বাড়ি চট্টগ্রাম জেলার হালিশহর থানায় বলে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন ছোটপুল কাঁচাবাজার সংলগ্ন খুরশিদা বেগম এর টিনশেডের ভাড়া ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ৪৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল কম দামে ক্রয় করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বেশী দামে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবোদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।