দর্শকদের দেয়া অনলাইন ভোটে দেশটির সর্বকালের সেরা টেস্ট দলে জায়গা হয়নি কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভারতীয়। অথচ টেস্ট দলে কখনও স্থায়ী সদস্য না হওয়া সত্ত্বেও ৬২ শতাংশ ভোট পেয়ে দ্বাদশ ব্যক্তি যুবরাজ সিং।
কানপুরে পাঁচশো টেস্টের মাইলস্টোন উপলক্ষে সমর্থকদের সেরা টেস্ট একাদশের ‘ড্রিম টিম’ বেছে নেওয়ার সুযোগ দিয়েছিল ভারতীয় বোর্ড। সোমবার যা প্রকাশ হওয়ার পর দেখা যায় সমর্থকরা সবচেয়ে বেশি ভোট দিয়েছেন রাহুল দ্রাবিড়কে (৯৬ শতাংশ)। সবচেয়ে কম কানপুরে রেকর্ড গড়ে ভারতকে প্রথম টেস্টে জেতানো অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৫৩ শতাংশ)।
দুই ওপেনার সুনীল গাভাস্কার (৬৮ শতাংশ) ও বীরেন্দ্র শেওবাগ (৮৬ শতাংশ)। এ ছাড়া ব্যাটিং অর্ডার অনুযায়ী আছেন দ্রাবিড়, শচীন টেন্ডুলকার (৭৩ শতাংশ), ভিভিএস লক্ষ্মণ (৫৮ শতাংশ), কপিল দেব (৯১ শতাংশ)। ক্যাপ্টেন ও উইকেট কিপার এমএস ধোনি (৯০ শতাংশ)।
বোলারদের মধ্যে অশ্বিন ছাড়া দ্বিতীয় স্পিনার অনিল কুম্বলে (৯২ শতাংশ)। আর দুই পেসার জাভাগল শ্রীনাথ (৭৮ শতাংশ) ও জাহির খান (৮৩ শতাংশ)।
কিন্তু সৌরভের মতো ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্যাপ্টেন এবং জনপ্রিয় ক্রিকেটার এই দলে না থাকায় অনেকেই অবাক। যার ১১৩টা টেস্টে ৪২.১৭ গড়ে ৭২১২ রান রয়েছে। সঙ্গে সেঞ্চুরি ১৬টা। যুবরাজের সেখানে ৪০ টেস্টে ৩৩.৯২ গড়ে রান ১৯০০। সেঞ্চুরি ৩টা।