তিনি মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জানতাম ও স্লগ সুইপ ভালো খেলে। তাই গুগলি দিয়েছিলাম।’তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পরিকল্পনা করেই আউট করেছিলেন বলে দাবি করেছেন।
মুশফিক গত কয়েক বছর ধরে এই স্লগ সুইপে প্রচুর রান করছেন। নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, স্লগ সুইপ খেলতে ভালোবাসেন।
মুশফিক প্রথম ম্যাচে ৭ বলে ৬ রান করে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
‘ম্যাচের আগে আমাদের টিম মিটিং হয়েছিল এবং সেখানে বাংলাদেশের সকল ব্যাটসম্যানের ব্যাটিং নিয়ে পরিকল্পনা হয়েছিল। মুশফিকুর রহিম স্লগ সুইপ ভালো খেলে। অধিনায়ক বলেছিলেন, যদি তুমি গুগলি করো এবং তা যদি বেশি টার্ন করে তাহলে খেলতে তার অনেক সমস্যা হয়ে যাবে। এ জন্যই আমি তাকে গুগলি করেছি।’ বলেন রশিদ।
চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন রশিদ। তাই এখানকার পরিবেশ ও পরিস্থিতি ভালোই জানেন। সে সফরের অভিজ্ঞতা থেকে দারুণ সুবিধা আদায় করেছেন বলে জানান এ লেগ স্পিনার।
প্রথম ম্যাচে শেষ ৩ ওভারে জয়ের জন্য আফগানদের প্রয়োজন ছিল ২৭ রান। এর দুই ওভারে মাত্র ১০ রান দিয়ে তাসকিন ৪ উইকেট নিলে ম্যাচ চলে যায় বাংলাদেশের হাতে। শেষ পর্যন্ত ৭ রানের স্বস্তির জয় পায় টাইগাররা।