সকালে মালিবাগ রেলক্রসিং ট্রেনে কাটা পড়ে মারা গেছেন আইনজীবী সালাহ উদ্দিন। ধাবমান ট্রেন দেখেও দ্রুত রেললাইন পারি দেয়ার চেষ্টায় রাজধানীতে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।তিনি চাঁদপুর আইনজীবী সমিতির উপদেষ্টা ছিলেন।
পথচারী বা গাড়ি চালকের অসতর্কতায় রেল লাইনে প্রায়ই মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। এমনটি সড়কের দুই ধারে রেল লাইনে প্রতিবন্ধকতা দিয়েও কাজ হয়নি তেমন। প্রায়ই বার তুলে বা পাশ কাটিয়ে মানুষ বা যানবাহন চলে আসছে রেললাইনের ওপর। আর ট্রেনের ধাক্কায় ঘটছে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে মালিবাগ রেলক্রসিং দৌড়ে পার হচ্ছিলেন সালাহ উদ্দিন। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী ডেমু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সালাহ উদ্দিনের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার শ্রীরামপুর গ্রামে।