সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি… রাজিউন)। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে আজ ভোরে এ দুঃসংবাদ জানান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিএনপির এই সিনিয়র নেতার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত ৬ই সেপ্টেম্বর হান্নান শাহ তার ডিওএইচএস এর বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১১ই সেপ্টেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |