যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা বিতর্ক নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ‘ময়না তদন্ত’। কোন প্রার্থী ঠিক বলেছেন, কে মিথ্যে বলেছেন, কে ভুল পথে নিয়ে গেছেন বিতর্ককে, কার বক্তব্য বেশি জটিল আকার ধারণ করেছেÑ তা নির্ধারণে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ। তবে অনলাইন সিএনএনের সাংবাদিক, গবেষক, সম্পাদকরা হিলারি ক্লিনটন ও ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের মূল ইস্যুগুলো নিয়ে যে বিচার বিশ্লেষণ করছেন তার সারাংশ এখানে তুলে ধরা হলো। বিতর্কে জলবায়ু পরিবর্তন নিয়ে হিলারি ক্লিনটন দাবি করেছেন, ট্রাম্প মনে করেন জলবায়ু পরিবর্তন একটি ভাওতাবাজি। এ ধারণাটি এনেছে চীনারা। সঙ্গে সঙ্গে এ অভিযোগ অস্বীকার করেন ডনাল্ড ট্রাম্প। তাহলে কে সত্য বলছেন?
সিএনএনের সাংবাদিক লরা কোরান লিখেছেন, ২০১২ সালের ৬ই নভেম্বরের কথা। তখন ডনাল্ড ট্রাম্প টুইট করে লিখেছেন, বৈশ্বিক উষ্ণতার ধারণা সৃষ্টি করা হয়েছে চীন দ্বারা ও চীনের জন্য। এটা করা হয়েছে যুক্তরাষ্ট্রের শিল্পজাত পণ্য যাতে প্রতিযোগিতায় টিকতে না পারে। এক বছর পরে ট্রাম্পই আবহাওয়া বিষয়ক একটি রিপোর্টের জবাবে টুইট করেন যে, টেক্সাস ও লুইজিয়ানায় তুষারপাত হচ্ছে। তাপমাত্রাা হিমাঙ্কে নেমে গেছে। এটা সারাদেশে ও অন্য স্থানগুলোতে হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা একটি ব্যায়বহুল ভাওতাবাজি।
ডনাল্ড ট্রাম্পের এমন সংশয় তার নির্বাচনী প্রচারণায়ও অব্যাহত ছিল। রিপাবলিকানদের মনোনয়ন চেয়ে গত সেপ্টেম্বরে ট্রাম্প সিএনএন’কে বলেছিলেন যে, তিনি নির্মল বায়ু ও পানি পছন্দ করেন। তবে ‘আমি জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করি না’। তিনি জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া চরম আকার ধারণ করার মধ্যে কোন সম্পর্ক থাকার কথা তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ঝড় হচ্ছে। বৃষ্টি হচ্ছে। আবার সুন্দর দিনও আসছে। দেশের ভিতর আমাদের কোম্পানিগুলোকে এর সঙ্গে যুক্ত করা উচিত হবে বলে আমি মনে করি না। আর চীন তো এক্ষেত্রে কিছুই করছে না। মার্চে তিনি ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় পরিষদকে বলেছেন, তিনি বিশ্বাস করেন না জলবায়ু পরিবর্তন মানবসৃষ্ট বিষয়। তিনি বলেছেন, আমি মনে করি জলবায়ী পরিবর্তনের বিষয় আছে। মানবসৃষ্ট কারণে এমনটা হচ্ছে আমি দৃঢ়ভাবে তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। চীন জলবায়ু পরিবর্তনে সহায়তার জন্য কিছুই করছে না। অন্যদিকে পলিটিকো‘র একটি রিপোর্ট অনুযায়ী, আয়ারল্যান্ডে সমুদ্রের পাড়ে গড়ে তোলা গলফ ক্লাবের বাইরে সমুদ্র উপকূলে একটি দেয়াল নির্মানের জন্য আবেদন করেছে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ লিঙ্কস। তাতে তরা বলেছে, ওই গলফ ক্লাবকে বৈশ্বিক উষ্ণতা ও তা প্রভাব থেকে রক্ষা করার জন্য এ দেয়াল নির্মাণ করা হবে।
সুতরাং, ট্রাম্পের বিরুদ্ধে হিলারি যে অভিযোগ এনেছেন তা সত্য। যদিও ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করেছেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |