কর্মসংস্থান প্রসঙ্গ হফস্ট্রা ইউনিভার্সিটি হলে মুখোমুখি বিতর্কে হিলারি ক্লিনটন ও ডনাল্ড ট্রাম্পের মধ্যে উঠে আসে । এ সময় হিলারি তার অর্থনৈতিক পরিকল্পনায় এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা ঘোষণা করেন। হিলারি ক্লিনটন বলেন, জনগণ আমাদের পরিকল্পনার দিকে তাকিয়ে আছে। আমরা এক কোটি কর্মসংস্থান করতে চাই। কিন্তু আপনার পরিকল্পনায় ৩৫ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। মার্ক জান্দির মুডিস অ্যানালাইটিকসের একটি রিপোর্ট উদ্ধৃত করে এমন বক্তব্য রাখেন হিলারি। এই পরিসংখ্যান বিভ্রান্তিকর। কারণ, মার্ক জান্দি বলেছেন, যদি হিলারি ক্লিনটন কিছু না-ও করেন তাহলেও ৭২ লাখ মানুষের কর্মসংস্থান হবে অর্থনীতিতে। ফলে হিলারি ক্লিনটনের পরিকল্পনায় বাড়তি কর্মসংস্থান হতে পারে প্রায় ৩০ লাখ মানুষের। সিএনএন মানি’র তামি লুহবি এ বিশ্লেষণ দিয়ে লিখেছেন, যেহেতু সময়টা ভিন্ন তাই হিলারির অধীনে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি ও ট্রাম্পের অধীনে ৩৪ লাখ মানুষ বেকার হওয়ার বিষয়টি তুলনা করা যথোপযুক্ত নয়। এ বিষয়ে মার্ক জান্দির সঙ্গে যোগাযোগ করে সিএনএন। এ সময় জান্দি বলেন, আরও নিরেট তুলনা করলে বলা যায়, হিলারীর অধীনে এক কোটি কর্মসংস্থান হবে। অন্যদিকে ট্রাম্পের অধীনে চার লাখ মানুষ কাজ হারাবে। এ সংখ্যাটি ৩৪ লাখ নয়। অক্সফোর্ড ইকোনমিক্সের বিশ্লেষকদের মতে, যদি হিলারি নির্বাচিত হন এবং তার সব নীতি প্রয়োগ করেন তাহলে ২০২১ সালের শুরুতে তিনি বাড়তি দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। অন্যদিকে ট্রাম্পের অধীনে প্রায় ৪০ লাখ মানুষ কাজ হারাবে। এক্ষেত্রে হিলারির অভিযোগকে সত্য, কিন্তু ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছে সিএনএন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |