পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমন এবং স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীরাময়মনসিংহে গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় সোহেল নামের এক যুবককে হাতেনাতে আটক করেছেন।
সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পৌর মেয়র তাকে হাতেনাতে আটক করেন। এরপর থানা পুলিশকে খবর দেয়া হলে এসআই সুমনের নেতৃত্বে এই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শঙ্কর কুন্ডু তাকে দণ্ড দেন।