প্রাইম মুভার্স এসোসিয়েশন রাস্তায় ওজন নিয়ন্ত্রনের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন বন্ধ রেখেছে।
সোমবার সকাল থেকে আটটা থেকে কয়েক শত প্রাইম মুভার্স বন্দরের বিভিন্ন গেইটে অবস্থান নিয়ে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রনালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করছে।
চট্টগ্রাম প্রাইম মুভার্স ওনার্স মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, একটি প্রাইম মুভার্সে সর্বোচ্চ ৩৩টন পণ্য পরিবহনের সীমা বেঁধে দিয়েছে, কিন্তু ১৪চাকার একটি মুভার্সে কমপক্ষে ৫০টন পণ্য থাকে।গত তিন দিন ধরে দাউদকান্দি ও মেঘনা ব্রীজে কয়েক শত প্রাইম মুভার্সকে আটক রেখে হয়রানি ও চালক- শ্রমিকদেরকে মারধর করা হয়েছে।
বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত প্রাইম মুভার্স গুলো কন্টেইনার পরিবহন বন্ধ রাখবে বলেও জানান তিনি।
আবু বক্কর বলেন, একটি প্রাইম মুভার্সে বহনকার কন্টেইনার ও মালামালসহ কমপক্ষে ৫০টন থাকলেও মন্ত্রনালয় সীমা বেধে দিযেছে ৩৩টনে, এর বেশি ওজন হলে সর্বোচ্চ ১২হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে, জরিমানা দিতে ব্যর্থ হলে গাড়ী আটক করে হয়রানি করা হচ্ছে, এই হয়রানি বন্ধ না হলে কন্টেইনার পরিবহন বন্ধ রাখা হবে।