letter__129365_1

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পটুয়াখালী সরকারি জুবিলি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের প্রস্তাবিত সেতুটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন।

সোমবার রাজধানীর মিরপুরের দিয়াবাড়ীতে ৯২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গাবতলী-সিন্নিরটেক সড়ক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান সেতুমন্ত্রী।

পায়রা নদীতে সেতু নির্মাণের জন্য মির্জাগঞ্জের শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের কাছে চিঠি এসেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা।’ আগামী সপ্তাহে সেতু মন্ত্রণালয়ের একটি দল সরেজমিনে গিয়ে মির্জাগঞ্জের প্রস্তাবিত সেতুর জায়গাটি পরিদর্শন করবে বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, মির্জাগঞ্জের প্রস্তাবিত সেতুটি ছোটখাটো ব্রিজ নয়। সড়ক বিভাগ ব্রিজ করে ১৫০০ মিটার। এর উপরে যে ব্রিজগুলো হয় তা করে সেতু বিভাগ। এই ব্রিজটি পায়রা নদীর ওপর। পায়রা নদীর ওপর আরও একটি ব্রিজ হচ্ছে। পায়রা নদীটি খুবই প্রশস্ত এবং খরস্রোতা।

সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শিশুটির প্রস্তাবিত পায়রা নদীর যে জায়গায় সেতুটি হবে, ধারণা করা হচ্ছে সেটি ২২০০ থেকে ২৫০০ মিটারের মতো। অনেক লম্বা ব্রিজ হবে। সুতরাং প্রাথমিক কাজ শেষে ব্রিজের কাজ শুরু করতে দেড় বছরের মতো লেগে যাবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা হক প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031