আজ থেকে সকল অফিস খোলা থাকবে বলে বৃটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশে বৃটিশ কাউন্সিলের সকল অফিস খোলার ঘোষণা দেয়া হয়েছে।এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে বৃটিশ কাউন্সিলের সকল কার্যক্রম ও পরিসেবা পুনরায় শুরু হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিবিধ সংস্কার কাজের জন্য সাময়িক বন্ধের পর চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কার্যালয়ে এখন সকলকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত বৃটিশ কাউন্সিল। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পিয়ারসন এডএক্সেল এক্সামিনেশনস জানুয়ারি ২০১৭ এর সেশনের জন্য নিবন্ধন শুরু হয়েছে ২২শে সেপ্টেম্বর, ২০১৬ এবং শেষ হবে ১৩ই অক্টোবর, ২০১৬ তারিখে। স্কুল থেকে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তারা নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইউনিক স্কুল ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবে। প্রাইভেট প্রার্থীরা তাদের ওয়েবসাইট িি.িনৎরঃরংযপড়ঁহপরষ.ড়ৎম.নফ-এ গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং দিনাজপুরের সকল পরীক্ষার্থীদের জন্যই উক্ত সেবাটি দিয়ে যাবে বৃটিশ কাউন্সিল। অক্টোবর ও নভেম্বর, ২০১৬ এর আইইএলটিএস পরীক্ষার তারিখগুলোও এখন উন্মুক্ত। আইইএলটিএস-এর প্রার্থীরা অনলাইনে রবষঃং.নৎরঃরংযপড়ঁহপরষ.ড়ৎম এই লিঙ্কটির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বৃটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা শিক্ষার চতুর্থ টার্ম শুরু হবে ১২ই অক্টোবর, ২০১৬ তারিখ থেকে। শিক্ষার্থীরা অনলাইনে লেভেল টেস্টের জন্য নিবন্ধন করতে পারবেন। এ জন্য তারা ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উত্তরা এবং চট্টগ্রামের আগ্রাবাদ টিচিং সেন্টারগুলোতে ইংরেজি শিক্ষার কোর্সের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়াও, বৃটিশ কাউন্সিলের সকল ব্যবসায় প্রশিক্ষণ কার্যক্রম ও কর্মশালা অব্যাহত থাকবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031