ইংরেজি বিভাগে সেমিনার কক্ষে বসাকে কেন্দ্র করে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে চট্টগ্রাম সরকারি কলেজের ।
রোববার বেলা ১২টার দিকে ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন, আব্দুল্লাহ আল সায়মুন (১৯),দুর্জয় (২২)মনিরুল ইসলাম(১৮),কায়সার উদ্দিন(২১), নাছিম ও হাসান।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার বলেন,সেমিনারে বসা নিয়ে ইংরেজি বিভাগে ছাত্রদের মধ্যে মারামারির খবর শুনেছি । পুলিশকে খবর দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল হুদা জানান, সেমিনারে বসাকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের ২য় বর্ষের কিছু ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে লাটিসোটা দিয়ে মারধরে ৪-৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।