চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে রিয়াজউদ্দিন কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন ।
রবিবার (২৫ সেপ্টেম্বর)দুপুরে নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেয়র বলেন, যত্রতত্র,নালা-নর্দমায় কোন আবর্জনা ফেলা যাবে না। নির্দিষ্ট বিনে আবর্জনা সংরক্ষন করে পরিচ্ছন্ন কর্মীদের হাতে তুলে দিতে হবে। কাঁচা বাজারের বর্জ্যের পরিমান অনুযায়ী বড় আকারের বিন সরবরাহ করা হবে।
মেয়র বলেন, ব্যয় বহুল ও ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশন ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারন কর্মসূচি গ্রহন করেছে। কাঁচা বাজারের ব্যবসায়ীবৃন্দ আন্তরিক হলে বর্জ্য ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে।
বৈঠকে ৩১নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম,প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আইন কর্মকর্তা সরোয়ার-ই আলম, সহকারী এষ্টেট অফিসার এখলাছ উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ আলী আকবর, মো. আবুল খায়ের, মো. আবু তাহের সহ কাঁচা বাজারের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।