প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ সব কথা বলেন সার্টিফিকেট অর্জন করা সহজ কিন্তু প্রকৃত মানুষ হওয়া অনেকটা কঠিন।শারিরীক ও মানসিক বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা নিয়ে যারা প্রকৃত মানুষ হবে তারাই দেশের সম্পদ হিসেবে পরিগনিত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠানে ।
মেয়র বলেন, সিটি কর্পোরেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মান উন্নয়ন এবং শতভাগ ফলাফল অর্জনের লক্ষে সুষ্ঠ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আশা করেন, সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নীতি-নৈতিকতা সম্পন্ন একজন পরিপূর্ন মানুষ হওয়ার শিক্ষা পাচ্ছে।
মেয়র বলেন, দারিদ্রতা জয় করার একমাত্র বাহন শিক্ষা ও সুশিক্ষা অর্জন। একজন সুশিক্ষিত যুবক দেশ ও জাতির সম্পদ।
৩০নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, কাউন্সিলর মিসেস জেসমিন খানম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির হারুন উর রশিদ, এম রেজাউল করিম কায়সার প্রমুখ।