সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ ম-ল নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে নাটোরের বড়াইগ্রামে  । এ ঘটনায় আহত হয়েছেন অপর তিনজন। আহতদের স্থানীয় ক্লিনিকে এবং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজ ম-ল গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং দাউদিয়া গ্রামের আজগর আলী ম-লের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ আলী জানান, শনিবার সকালে রেজুর মোড় এলাকায় মাছবোঝাই একটি খাদে পড়ে যায়। এসময় নসিমনে থাকা আজিজ ম-লসহ আরো তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আব্দুল আজিজ ম-লের মৃত্যু হয়। বাকি আহতদের স্থানীয় বনপাড়া ক্লিনিকে এবং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031