পুলিশ হাটহাজারীতে ১২ লিটার চোলাই মদসহ মোঃ ফারুক (২৫) নামে এক যুবককে আটক করেছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে হাটহাজারী বাসস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়হান নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন সিরাজপুর গ্রামের ইব্রাহীমের বাড়ীর মো. ইব্রাহীমের পুত্র। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়, হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক খায়রুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক ইব্রাহীমের সঙ্গীয় ফোর্স বাসস্টেশনের সাইমন হোটেলের সামনে থেকে সন্দেহ জনক গতিবিধি লক্ষ্য করে ফারুককে আটক করে। এ সময় তার শরীরে বিশেষভাবে লাগানো অবস্থায় ১২টি স্যালাইনের ব্যাগভর্তি দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ১ লিটার করে সর্বমোট ১২ লিটার চোলাই মদ পাওয়া যায়।ঘটনার সত্যতা স্বীকার করে আটককৃত ফারুককে গতকাল শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাংগীর।