৫ জন নিহত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায়। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার ব্রাক অফিসের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সবাই বাসের যাত্রী। নিহতরা হলো সুস্মিত (৩০), সৈয়দুর রহমান (৫০), মোহাম্মদ আলী (৩০), সাহেদা পারভীন (২৮) ও মিজানুর রহমান (৫০)। তবে এখনো তাদের পুর্নাঙ্গ ঠিকা পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, শনিবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী বাস (নং ঢাকা মেট্রো ব ১৪-৬০০৬৫) বাস বড়তাকিয়া এলাকায় গেলে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। এসময় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান (নং যশোর ট ১১-৩৮৩৫) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী মারা যায়। পরে হাসপাতালে নেয়া হলে আরো একজন মারা যায়। লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031