প্রথম বর্ষ সম্মান শ্রেণীর (সাধারণ জ্ঞান) অংশের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভূক্ত ‘চ’ ইউনিটের অধীনে ।
শনিবার সকাল ১০টা থেকে চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের ১২৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।সকাল ১১টায় পরীক্ষা শেষ হয়। এই ইউনিটে ১৩৫ আসনের জন্য ১০,২৪৩ পরীক্ষার্থী অংশ নেয়। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৭৫ শিক্ষার্থী।
পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে প্রচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়। এই ইউনিটের ২,২৪১টি আসনের বিপরীতে ৩৪,৬০৬ ভর্তিচ্ছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
আগামী ৩০ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের, ২১ অক্টোবর ‘ক’ ইউনিটের, ২৮ অক্টোবর ‘ঘ’ ইউনিটের এবং ১ অক্টোবর ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।